প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা ২০১৩ সালে জেডিসি পরীক্ষায় শতভাগ গোল্ডেন এ প্লাস পেয়ে সফল ভাবে উত্তীর্ণ হয়েছে। মাদ্রাসাটি প্রতিষ্ঠার শুরুতেই এ গৌরব অর্জন করে। মাদ্রাসায় উত্তীর্ণদের মধ্যে মোঃ শাহীনুর রহমান মাদ্রাসায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে। ২০১০ সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করেন মাধবপুর উপজেলা সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে। সে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাবিবুর রহমান ও মোছাঃ রাবেয়া বেগমের কনিষ্ঠ পুত্র। সে তার এ সাফল্যের জন্য মাদরাসার অধ্যক্ষ, সকল শিক্ষক-শিক্ষিকা পরিচালকবৃন্দসহ মা-বাবার কাছে কৃতজ্ঞ। সে সকলের দোয়া প্রার্থী।