স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার পইল আসামপাড়া গ্রামে রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের ইউনুস আলীর সাথে তার ভাই সমর আলীর বাড়ির একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইউনুস আলী, সমর আলী, শাহজাহান, শাহ আলম, বিউটি, শাহনুর, মানিক আওলিয়া, খাদিজা, কাদিয়া, ইসমাইল ও আছিয়া খাতুনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।