স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলার কামারগাওস্থ জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নুরগাও মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দাস (মসজিদে আল আকসা) এর পেশ ইমাম শায়খ আলী উমর ইয়াকুব আল আব্বাসী। তিনি গত শনিবার রাত ১০টায় ওই মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বয়ান পেশ করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী, মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক বরুনী, মাওলানা হাফিজ হাসান নুরী, লন্ডন, মাওলানা তাফহিমুল হক, মাওলানা নুরুল হক নবীগঞ্জী, মুফতি মঞ্জুর রশীদ আমিনী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী।