প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে ঢাকা ব্যাংক লিঃ কর্তৃক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন গত ২৭ জানুয়ারী উদ্বোধন হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আবুল লেইছ-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেড হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ সদরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সদস্য মোঃ রজব আলী, শাহ মোঃ আরজু মিয়া, মোঃ আলাউদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুব কামাল খান চৌধুরী, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার আলী, মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মোঃ জহিরুল ইসলাম .মাওলানা মাহবুবুর রহমান, শংকরী বনিক, সাবিনা চৌধুরী, সুধীর চন্দ্র দে, শরীফা বেগম, মোঃ বদরুজ্জামান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল ব্যাংকিং সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করা হয় এবং স্কুল ব্যাংকিং এর উপর তাদের উৎসাহিত করার লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ব্যাংক এর পক্ষ থেকে বিদ্যালয়কে দুটি কম্পিউটার প্রদান করা হয়।