প্রেস বিজ্ঞপ্তি \ গতকাল শনিবার বিকাল ৪টায় কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ১২নং কালিয়ারভাঙ্গা ইউপি শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রেশাদ মাহমুদ জসীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোহাম্মদ আলী, মুহিদুল হোসেন, খালেদ হোসেন মুন্না, আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রানা, টিপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান খালেক, জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক রুয়েল আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছামছুজ্জামান, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মানিক মিয়া। অন্যন্যাদের মধ্য উপস্থিত ছিলেন লিটন দত্ত, আশিকুল ইসলাম, আব্দুল বারিক লেচু, নিজাম উদ্দীন, নবির আহমদ, তাহির মিয়া, মুর্শেদ আহমদ, আলী হায়দার, আসুক মিয়া, আবজল মিয়া, তানসেন চৌধুরী, ইকবাল আহমদ, তামিম চৌধুরী, স্বপন রায়, নাজমুল হক, রিপন আহমদ প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে গত ২৫ জানুযারী কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের পরামর্শ সভায় সর্ব সম্মতিক্রমে আসন্ন ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরীকে একক প্রার্থী ঘোষণা করায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহŸান জানান।