প্রেস বিজ্ঞপ্তি \ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা শ্রমিকদল। গতকাল বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদল সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু। সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদল যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আনছারী রতন, সোহেল এ চৌধুরী, আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন ভান্ডারী, আব্দুল কাইয়ূম, আব্দাল মিয়া, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম ফটিক, যুব বিষয়ক সম্পাদক কামরুল হাসান কাজল, জেলা শ্রমিকদল সদস্য আব্দুল হাই, কাউছার আহমদ জাকির, আব্দুল হামিদ, চুনারুঘাট থানা শ্রমিকদল আহŸায়ক সৈয়দ মুজিবুর রহমান ইলিয়াছ, চুনারুঘাট পৌর শ্রমিকদল আহŸায়ক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, লাখাই থানা শ্রমিকদল আহŸায়ক নোমান চৌধুরী, সদর থানা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ রিপন, সদর থানা শ্রমিকদল সাধারণ সম্পাদক সফিকুর রহমান সফিক, শ্রমিকদল নেতা তামিম আহমেদ, শাহজীবাজার রাবার বাগান শ্রমিকদল সভাপতি ফজলুল হক, মোঃ ইউনুছ, জাসাদ নেতা লিটন আহমেদ প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। তারা বলেন, যদি অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হলে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সভাপতির বক্তব্যে এম ইসলাম তরফদার তনু হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জের তিন বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব জিকে গউছকে মিথ্যা মামলা থেকে অব্যাহিত এবং মুক্তির দাবী জানান।