রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার পৃথক দু’টি এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-বুধবার ভোররাতে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল কালিকাপুর খেলার মাঠে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। অপরদিকে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত ফাঁড়ির হাবিলদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবি টহলদল আমুগেইট এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। আটককৃত মদের মূল্য প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।