স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ফিরাছতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নিরিহ আব্দুল করিমের জমি দখল করার চেষ্ঠা করছে একটি প্রভাবশালী মহল। এ নিয়ে ওই এলাকার স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার ফিরাছতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম এর ফিরাছতপুর মৌজার সাবেক জেএল ১১৬, বর্তমান জেএল ১১৯, এসএ খতিয়ান ১৮১, আর এস খতিয়ান ১৮, এসএ দাগ ১১৬, আর এস দাগ ১১০, ১১২, বেশ কিছু জমি ওই এলাকার মৃত আব্দুল মন্নান এর পুত্র ছায়েদ মিয়া, সোহেল মিয়াসহ একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ দখল করার পায়তারা করে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার শালিশ বৈঠক হলেও প্রভাবশালী মহলটি এর কোন তোয়াক্কাই করেনি। প্রভাবশালী মহলটি বর্তমানে ওই জায়গাটি দখল করে বাউন্ডারী নির্মাণের জন্য মালামাল সেখানে রেখেছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম।