স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার দেওরগাছ আমতলী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তারা (ঢাকা মেট্রো-ক-০৩-৪০১৫) নং একটি গাড়িকে ধাওয়া করে। গাড়ি দেওয়রগাছ (আমতলী বাজার) নামকস্থানে পৌছলে ডিবি পুলিশ গাড়িটি গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকার তলাশী করে এর ভেতর থেকে উলেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করে। গাঁজাসহ প্রাইভেটকারটি পুলিশ জব্দ করেছে।