নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইমদাদুল হক চৌধুরী নিজেকে দলীয় প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইমদাদুল হক চৌধুরী নিজেকে আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষণা করায় ইউনিয়ন আওয়ামীলীগসহ এর সকল সহযোগী সংগঠনের নেতবৃন্দের উদ্যোগে গতকাল বুধবার বিকেল ৪টায় মিলনগঞ্জ বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ছাতির আলী। ইউপি যুবলীগের যুগ্ম আহŸায়ক মোতাহের হোসেন বাচ্চুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ছালেহ আহমেদ চৌধুরী, ইউপি আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আছকির মিয়া, ইউপি কৃষকলীগের যুগ্ম আহŸায়ক আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা শ্যামানন্দ ভট্রাচার্য্য, কৃষকলীগ নেতা প্রনব দেব, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক (মেম্বার), ইউপি যুবলীগের যুগ্ম আহŸায়ক ও সাবেক ইউপি ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরীসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতবৃন্দ। এছাড়া প্রতিবাদ সভায় এলাকার শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, ইমদাদুল হক চৌধুরী আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে না জানিয়ে তার মনোনীত কয়েকজনকে নিয়ে ঘরোয়াভাবে আলোচনা করে নিজেকে একক প্রাথী ঘোষনা করেন। পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তিতে যাদের নাম উলেখ করা হয়েছে তাদের অনেকেই উপস্থিত ছিলেন না এবং এ ব্যাপারে তারা অবগত নন। বক্তারা উলেখ করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মস্তুফা কামালকে ইমদাদুল হকের ঘরোয়া আলোচনা সভায় দাওয়াত দেওয়া হলে তিনি আলোচনা সভায় উপস্থিত হন। কিন্তু ইমদাদুল হককে একক প্রার্থী হিসেবে মেনে না নিয়ে তিনি দ্বিমত প্রকাশ করেন। একই কারণে ইমদাদুল হককে একক প্রার্থী হিসেবে মেনে না নিয়ে ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হক সভাস্থল ত্যাগ করেন।
সভায় বক্তারা তৃণমূলের মতামত না নিয়ে দলীয় প্রার্থী না দেয়ার জন্য উপজেলা ও জেলা নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান।