আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে \ চলতি বছরে মাধবপুরে আলু চাষে বাম্পার ফলন হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নেই কম-বেশি আলুর চাষ হয়েছে। চাষাবাদ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে আলু চাষের লক্ষ্যমাত্রা ৪শ ৩০ হেক্টর হলেও এবার সাড়ে ৪শ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভাল। অনুক‚ল আবহাওয়া ও চাষাবাদ উপযুক্ত মাটি থাকায় আলুর এ বাম্পার ফলন হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়। কম শ্রমিক ও খরচ কম হওয়ায় আলু চাষের দিকে কৃষকরা ঝুকতে শুরু করেছেন। উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের হযরত শাহ সুফী হাজী আব্দুল হামিদ মুন্সীর ছেলে মো: বদু মিয়া অন্যান্য বছরের ন্যায় এবারও ৩ একর ২০ শতক জমিতে আলু চাষ করে বাম্পার ফলনের আশা করছেন। তিনি শ্রীমঙ্গল বিএডিসি থেকে ৩৪ টাকা কেজি দরে ৬০ মন আলু বীজ সংগ্রহ করে এ পরিমাণ জমি আবাদ করেন। এতে তার শ্রমিক সহ মোট খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। বদু জানান, এবার যে ফলন আশা করছেন তাতে তার প্রায় ৬ লাখ টাকা বিক্রয় আসবে। এতে করে তার মুনাফা আসবে প্রায় ৪ লাখ টাকা। বদুকে অনুসরণ করে একই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আবুল খায়ের সহ এলাকার বহু কৃষক আলু চাষ শুরু করেছেন। তারা জানান, কৃষি অফিসের পাশাপাশি প্রতিদিনই বদু মিয়া তাদের মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেন। বদু এলাকায় একজন সফল কৃষক হিসেবে তার বিকাশ ঘটিয়েছেন। সে চলতি বছর আলু চাষের পাশাপাশি ৪০ শতক ভূমিতে তরমুজ, ৩০ শতক ভূমিতে হলুদ তরমুজ, ৩০ শতক ভূমিতে থাইওয়ানি তরমুজ, ২০ শতক ভূমিতে মরিচ, ৬০ শতক ভূমিতে সরিষা, ৬০ শতক ভূমিতে শীম, ৪০ শতক ভূমিতে গম, এবং ৩০ শতক ভূমিতে ফরাশের চাষ করেছেন। বদু মিয়া জানান, এককভাবে তার পক্ষে বিশাল প্রকল্প দেখা সম্ভব নয় বিধায় তিনি যৌথভাবে এসব ভূমি আবাদ করে থাকেন। ইতিমধ্যেই বিএডিসি কেন্দ্রীয় অফিসের উপপরিচালক (মান নিয়ন্ত্রক) এএমএস খায়রুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, শ্রীমঙ্গল বিএডিসি উপপরিচালক সুপ্রিয় পাল সহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ তার প্রকল্প পরিদর্শন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, উপজেলা কৃষি অফিস থেকে চাষীদেরকে ফলন উপযোগী পরামর্শ দেওয়া হচ্ছে। পরামর্শ মাফিক কাজের সুফল এ বাম্পার ফলন। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অসীত দেব জানান, প্রতি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সপ্তাহে ২দিন কৃষকদের মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। যারা পরামর্শ মতে চাষাবাদ করেন তাদেরই বাম্পার ফলন হয়।