নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে প্রাইম ব্যাংকের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার গরীব, অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ৩শ ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী প্রধান অতিথি থেকে উক্ত শীত বস্ত্র বিতরনের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের শাখা প্রধান চৌধুরী মোঃ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের সহকারী শাখা প্রধান মোঃ ফেরদৌস করিম তালুকদার, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার, ব্যাংক কর্মকর্তা মোঃ আলী নেওয়াজ, রেজোয়ান আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী, জাকারিয়া নোমান, সাংবাদিক মতিউর রহমান মুন্না, মাওঃ আব্দুল কাদির হোসাইন, ব্যবসায়ী শামীম আহমদ চৌধুরীসহ প্রাইম ব্যাংক লিমিটেড নবীগঞ্জ শাখার সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।