নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন জাতীয় যুবসংহতির কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা গতকাল বুধবার বিকেলে স্থানীয় গোফলাস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্টিত হয়ে। ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি ক্বাজী জাহান নুর আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সমাজ কল্যান সম্পাদক এমরান মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদুর রহমান অলিদ, যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা কৃষক পার্টির সাধারন সম্পাদক মাস্টার শেখ মশির রাইয়ান। বক্তব্য রাখেন, শাহ ফজলুর রহমান, এবিএম দুদু মিয়া, শাহ ফজলুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ক্বাজী জাহান নুর আলী কে আহŸায়ক, গোলাপ মিয়া, ওলি খান, সুমন আহমদ ও শেখ নুরুল ইসলামকে যুগ্ম আহŸায়ক ও শামিম আহমদকে সদস্য সচিব করে ৪১সদস্য বিশিষ্ট ইউনিয়ন জাতীয় যুবসংহতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হল, ওয়ালিদুর রহমান অলিদ, টিপু মিয়া, লিটন মিয়া, অয়তুন মিয়া, মহসিন মিয়া, হারিস মিয়া, শাহ শিপন আহমদ, শাহ ফেরদৌস আহমদ, বিলাল আহমদ, ছালেহ আহমদ, সিপার মিয়া, সুজন মিয়া, দিলু মিয়া, সেলিম মিয়া, নুরুল ইসলাম, শাহ আব্দুল হাফিজ, শাহ তরফ আলী, জিহাদ মিয়া, বদরুল আমীন, হাফেজ শাহ ছালিম উদ্দিন, সেলিম আহমদ, দিলাওর মিয়া, হাসিম উদ্দিন, আব্দুল কদ্দুস, আমজদ আলী, ক্বারী সুন্দর আলী, আল আমীন, চানু মিয়া, শাহ উজ্জল মিয়া, শফিক মিয়া, আব্দুল কদ্দুস, আব্দুর রউফ, হুসাইন মিয়া, হান্নান মিয়া, ক্বাজী কাউছার।