স্টাফ রিপোর্টার \ বানিয়াচঙ্গ উপজেলা মক্রমপুর ইউনিয়নে বিল পিড়ানী প্রকাশিত নোয়াবাদ গাঙ্গে রাতের আধারে বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়েছে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন ইজারাদার। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিলের ইজারাদার জানান। নোয়াবাদ জবা মৎস্যজীবি সমিতির নামে বিলটি ইজারা নেয়া হয়। সূত্র জানায়, ভূমি মন্ত্রালয়ের অধিনস্থ নোয়াবাদ গাঙ্গটি এ বছর ৬ বছরের জন্য লিজ নেয় নোয়াবাদ জবা মৎস্যজীবি সমিতি। বর্ষা মৌসুম শেষ হওয়ার পর থেকে গাঙ্গ থেকে মাছ ধরাা শুরু করা হয়। স¤প্রতি গাঙ্গে বেড় বেধে লিজদাররা মাছ ধরার প্রস্তুতি নেয়। এরই মধ্যে রবিবার রাতের কোন সময় গাঙ্গের মধ্যে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে ইজারাদার ও মৎস্যজীবীরা বিলের মাছ মরে ভেসে উঠতে দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে মৎস্য কর্মকর্তারা দিয়ে পরীক্ষা করে বিষ প্রয়োগের বিষটি সনাক্ত করেন। পরে মৎস্য কর্মকর্তার পরামর্শ মোতাবেক বিকল্প ঔষধ প্রয়োগ করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত করানো জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবী করেন। এদিকে দু’দিন ধরে নোয়াবাদ, শাহপুর ও চান্দপুর গ্রামের শত শত লোকজন গাঙ্গের মরা মাছগুলো মেরে নিয়ে যাচ্ছেন। গাঙ্গের লীজগ্রহীতা নোয়াবাদ জবা মৎস্যজীবি সমিতি সেক্রেটারী মহাদেব সরকার জানান, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। এতে মাছ মরে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়টি বানিয়াচঙ্গ থানা পুলিশকে অবগত করা হয়েছে।