প্রেস বিজ্ঞপ্তি \ মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক আলামা আব্দুল কাইয়ুম জালালাবাদীর দেশে আগমন উপলক্ষে আগামী শুক্রবার বেলা ৩টায় নবীগঞ্জ মধ্যবাজারস্থ আনোয়ারী গার্ডেনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত ব্যক্তিত্ব আলামা আব্দুল কাইয়ুম জালালাবাদী, প্রধান মেহমান হিসেবে নবীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, আরব আমিরাত প্রবাসী মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী উপস্থিত থাকবেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির হোসাইনী।এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।