বাহুবল প্রতিনিধি \ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ ও সম্পৃক্ত করণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সকাল ১১ ঘটিকায় বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, চলচিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানকে সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে গতকাল বিকাল ৪ ঘটিকার সময় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, জন স্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সহ-সভাপতি মোঃ নূরুল আমীন, অর্থ সম্পাদক এম. এ. মজিদ তালুকদার, সাংবাদিক মোঃ নূরুল ইসলাম মনি, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, আজিজুল হক সানু, মইনুল ইসলাম, সোহেল আহমেদ, মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।