স্টাফ রিপোর্টার \ ঠান্ডজনীত রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আরো দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বানিয়াচং উপজেলার নন্দীপাড়া এলাকার রাসেল মিয়ার ৬ দিনের শিশু এবং দুপুর ৩টার দিকে সদর উপজেলার বহুলা গ্রামের আবুল মিয়া (৭০) মারা যান। এর আগে সোমবার ঠান্ডাজনীত রোগে আক্রান্ত জেলায় ৪ নবজাতকসহ ৫ জনের মৃত্যু হয়। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ মিঠুন রায় বলেন- প্রচন্ড শীত পড়ায় ঠান্ডাজনীত রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি। তিনি বলেন- সোমবার ও মঙ্গলবার দুদিনে হবিগঞ্জে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে ঠান্ডাজনীত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন। এদের মধ্যে ১১ জনের অবস্থা খুবই আশংকাজনক।