নবীগঞ্জ প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবীগঞ্জ পৌরসভার নব-নির্বচিত মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। নবীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, ৮নং সদর ইউপি চেয়ারম্যান ও ইউপি বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, ৯নং বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, ৭নং ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, ৩নং ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আশিক মিয়া। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মোস্তাহিদ উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি নাছির আহমদ চৌধুরী, সাইফুর রহমান মালিক, উপজেলা মৎসজীবি দলের আহŸায়ক সাহেব আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুরশেদ আহমদ, সহ-সভাপতি আহমদ ঠাকুর রানা, সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বিভূ আচার্য্য, বিএনপি নেতা শুয়াইব আহমদ চৌধুরী, বজলুর রহমান, ইনাতগঞ্জ কলেজের উপাধ্যক্ষ নুরুল আমিন, পৌর কৃষকদলের সভাপতি মাষ্টার আব্দুল মান্নান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি ফয়ছল তালুকদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রকিব হক্কানী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ চৌধুরী রিপন, বাহুবল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহŸায়ক ইছমত আহমদ, উপজেলা ছাত্রদলের আহŸায়ক হারুনুর রশিদ হারুন, সিনিয়র যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান জুয়েল, যুগ্ম আহŸায়ক আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল, কলেজ ছাত্রদলের আহŸায়ক অলিউর রহমান অলি, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক পরান আহমদ ছানু, কাউছার আহমদ, মেরাজ আহমদ, শফিউল আলম, মীর বাচ্চু, মজিদুল করিম মজিদ, ইউপি সদস্য মোঃ জিলুন নুর, বয়াত উলা, মতিউর রহমান প্রমুখ। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, ঐক্যবদ্ধ থাকলে যে কোন বিজয় অর্জন করা সম্ভব। পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে বিজয়ী করায় নবীগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণকে ধন্যবান জানান তিনি। সংবর্ধিত ব্যক্তিত্ব নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমি প্রাণপন চেষ্ঠা চালিয়ে যাবো ইনশাআলাহ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৯নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুর রহমান ও পৌর আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী কনু শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার হাতে ধানের শীষ উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেন।