প্রেস বিজ্ঞপ্তি \ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার রাত্রে পইল ইউপির ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের উদ্যোগে পইল দেবপাড়ায় এক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। শাহজাহান মাস্টার সাহেবের সভাপতিত্বে প্রায় দুই সহস্রাধিক জনতার মিলনমেলায় আসন্ন ইউপি নির্বাচনে সৈয়দ মঈনুল হক আরিফকে ৩নং ওয়ার্ডের পক্ষ থেকে অকুন্ঠ সমর্থন দান করা হয়। ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুরুব্বী ও যুবকদের মধ্যে বক্তব্য রাখেন হাজি আম্বর আলী, হাজী আব্দুর রহীম, হাফেজ আব্দুর রহমান, সিরাজ মেম্বার, রমেশ দাস, নুর মোহাম্মদ মেম্বার, মোঃ বশির, হায়দার আলী, নিরঞ্জন দাশ, জুনাব আলী, দুদু মিয়া, টেলু মিয়া, মিন্টু মিয়া প্রমুখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দ মঈনুল হক আরিফ কে সমর্থন জ্ঞাপন করেন বিগত পইল ইউপি নির্বাচনের চার চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ শাহাবুদ্দিন, মোঃ রমিজ, মোঃ আব্দুস শহীদ ও সৈয়দ ফজলুল হক ইকবাল। সভা শেষে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের রোগমুক্তি কামনা করে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।