স্টাফ রিপোর্টার \ শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলের ট্যাংকারবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে প্রায় ৫ ঘন্টা সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।
পরে গতকাল সকালে ১০টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনটিকে উদ্ধার করলে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, গতকার ভোর ৪টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলের ট্যাংকারবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। ফলে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে শায়েস্তাগঞ্জ স্টেশনে সিলেটগামী ৭২৩ নম্বর উদয়ন এক্সপ্রেস এবং কমলগঞ্জের শমসেরনগর স্টেশনে ৭৭
৪ নম্বর কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে করে প্রচন্ড শীতের মাঝে দুর্ভূগ পোহাতে হয় আটকা পড়া ট্রেন দুটির যাত্রীদের। পরে গতকার মঙ্গলবার সকাল ১০টায় দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে বগি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।