প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলার কাকুড়া গ্রামে হযরত নমীন শাহ (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক গত ২৫ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরস মোবারকে গ্রামবাসীর পক্ষ থেকে হযরত এর মাজার জিয়ারত, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত আশেকানগণ সারারাত নফল এবাদত ও যিকির করে কাটান। সবশেষে ৭নং ওয়ার্ড মেম্বার ফজলু মিয়া ও এলাকার যুবসংঘ এর উদ্যোগে এক বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। উক্ত আসরে গান পরিবেশন করেন সানজিদা আক্তার, জালালী সালমা, ঈশিতা আক্তার, মোঃ সোলেমান, জিতু মিয়া, কালা মিয়া, আলী হোসেন, মসুদ মিয়া, শেখ ইউসুফ আলী প্রমুখ।