সটাফ রিপোর্টার \ ৩ দিন ব্যাপী ৩৭তম বিজ্ঞান ও প্রযুুক্তি সপ্তাহ গতকাল উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সাবিনা আলম। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ আয়োজনে ১৮টি স্টলের ১৬৮টি প্রজেক্ট প্রদর্শিত হয়। জেলা প্রশাসক স্টলগুলো পরিদর্শন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম অংশকারীদের অভিনন্দন জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শফিউর আলম। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সামসুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও জেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।