চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামের মৃত আব্দুস সত্তার মিয়ার পুত্র মোঃ আছকির মোলা (৫০) ও ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের মৃত শুকুর আলীর পুত্র মানিক মিয়া (৪০), একই পিতা আরজু মিয়া (৫০), সিরাজ আলীর পুত্র এনাম মিয়া (৩০) সহ ৪জন পলাতক আসামী গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, গত রবিবার রাত ১২টার দিকে বিশেষ অভিযান গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস আই আলমাছের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায় আছকির মোলার বিরুদ্ধে জিআর ৫২/১৩ মামলার ওয়ারেন্ট ও সাটিয়াজুরী ইউনিয়নের সাটিয়াজুরী গ্রামের মানিক মিয়া, আরজু মিয়া, এনাম মিয়া জিআর ৭৩/৯ এর মামলার ওয়ারেন্টে ছিল। এতদিন পুলিশের চোখে ফাকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। সোমবার দুপুরে ৪জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।