প্রেস বিজ্ঞপ্তি \ আসন্ন ইউপি নির্বাচনে তেঘরিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সেবলু মিয়ার সমর্থনে রামপুর গ্রামে উঠান বৈঠক হয়েছে। গত শুক্রবার রাতে সেবলু মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রামের মুরুব্বিসহ যুবসমাজ উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আব্দুর রউফ মাষ্টার। জেলা কৃষকলীগ নেতা জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি সুরুজ আলী, সাবেক মেম্বার বজলুর রহমান, মিহির লাল রায়, নিতু সূত্রধর, মিহির সূত্রধর, রামু সরকার, বর্তমান মেম্বার গিরিন্দ্র চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উত্তম রায়, পিযুষ সূত্রধর, সদর থানা আওয়ামীলীগ নেতা বিকাশ রায়, আব্দুল মুকিত মিল,ুফরিদ মিয়া,জুনেদ মিয়া,সেকুল মিয়া,কদর আলী,সহ গ্রামের অন্যান্যরা। বৈঠকে সেবলু মিয়াকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দিতে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মো: আবু জাহিরসহ সংশ্লিষ্টদের প্রতি বক্তারা আহŸান জানান।