স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জে এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইনাতগঞ্জ-নাদামপুর ও কুর্শি সড়ক নির্মাণ প্রকল্প ও বিজনা ব্রীজ পরিদর্শন করেন। এসময় সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রকল্প পরিচালক, নির্বাহি প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন। এলজিইডি সূত্র জানায়, পিইডিপি-৩ প্রকল্পের আওতায় মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন, আরটি আইপি-২ প্রকল্পের আওতায় ইনাতগঞ্জ-নাদাপুর, কুর্শি সড়কের রক্ষণা-বেক্ষণ এবং এলবিসি প্রকল্পের আওতায় রসুলগঞ্জ-রইছগঞ্জ-পানিউমদা সড়কে বিজনা নদীর উপর ৯০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি প্রকল্পে তদারকিতে নিয়োজিত কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রাখার জন্য বিভিন্ন নির্দেশনা দেন।