প্রেস বিজ্ঞপ্তি \ মীরপুর চারগাও গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত শক্রবার বিকাল ৪ টায় বিভিন্ন স্থান থেকে দশটি ঘোড়া এ ঘোড়দৌড় প্রতিযোগীতা অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় আলমপুর এর ঘোড়া পংক্ষীরাজকে পিছনে ফেলে আদিয়ানের বাদশা জয়ী হয়। এসময় নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ১ম পুরস্কার হিসাবে একটি ঘোড়া আদীয়ানের বাদশার মালিক পান্জারাই গ্রামের শাহেদ মিয়ার কাছে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক কাশেম, শাহেদ, নবীগঞ্জ টেলিকম ব্যবসায়ী সভাপতি সাহেল আহমেদ, ফজল, ফয়সল, সাইদুল প্রমুখ।