স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত সন্দেহে ২জনকে আটক করেছে। এরা হচ্ছে-শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মোশাররফ মিয়া (৩০) ও বানিয়াচংয়ের মুজাফর মিয়ার ছেলে আনু (৩২) মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে-শুক্রবার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বালা রেলগেইট এলাকা থেকে মোশারফকে গ্রেফতার করে। সিএনজি ষ্টেশন (জি এস ব্রাদার্স) এর কুতুবুর রহমানের কাছ থেকে ১১ লাখ টাকার ব্যাগ ছিনতাইয়ের সাথে সে জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। এদিকে গতকাল শনিবার দুপুরে জগন্নাথপুর পাঁচপীরের মাঝারের সামনে থেকে আনু মিয়াকে আটক করে পুলিশ।