স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরে চালককে অজ্ঞান করে সিএনজি নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। সিএনজি চালক হলেন সদর উপজেলার মির্জাপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া। সূত্রে জানা গেছে-যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক ইব্রাহিমকে ক্যামিকেল মিশ্রিত জুস পান করিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে সিএনজি নিয়ে উধাও হয়ে যায়। স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় ইব্রাহিমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।