স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সাথে হবিগঞ্জের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রাতে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সুযোগ্য বিদায়ী জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদের পরিচালনায় মতবিনিময় সভায় কোরান তেলাওয়াত করেন ক্লাবের সিনিয়র সদস্য মাওঃ মুফতি মোঃ নাছির উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দীলিপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুলতান আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এডঃ মোঃ আমির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মারুফ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিজ, এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এডঃ আব্দুস শহীদ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আলী মমিন, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আলমগীর খান সাদেক, আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, চ্যানেল এস প্রতিনিধি সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা, বাসস প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, বৈশাখী টিভি প্রতিনিধি রাসেল চৌধুরী, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন দুলাল প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়া প্রতিনিধি আব্দুল মঈন চৌধুরী টিপু, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, দেশ টিভি প্রতিনিধি শ্রীকান্ত গোপ, দৈনিক স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি শওকত চৌধুরী, ৭১ টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, মানবকন্ঠ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, ফটো সাংবাদিক রনু বিশ্বাস, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার সিরাজুল ইসলাম জীবন, ফরহাদ চৌধুরী, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার আব্দুর রউফ সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, দীর্ঘ প্রায় এক বছর প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে কোন অবহেলা করিনি। আমি চেষ্টা করেছি হবিগঞ্জে যাতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে। এ জন্য সকলের সহযোগিতায় আমি পেয়েছি। আমি চেয়েছি প্রশাসনকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে। এ জন্য নৌকা বাইছ, লাঠিখেলা, হা-ডু-ডু খেলা, সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই মানুষকে হানাহানি থেকে থেকে দুরে রেখে হবিগঞ্জে শান্তিময় অবস্থা বিরাজ করা। তিনি তার দায়িত্ব পালনকালে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা বক্তারা বলেন, মনীন্দ্র কিশোর মজুমদারের বদলীর কারণে হবিগঞ্জের ১৮ লক্ষাধিক গণমানুষের ক্ষতি হয়েছে। সভায় সকল বক্তা মনীন্দ্র কিশোর মজুমদারের দায়িত্ব পালনকালে সততা ও ন্যায়নিষ্টার কথা তুলে ধরেন।
সভা শেষে বিদায়ী জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার দেয়া হয়।