নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতাদের মাদক বিক্রেতা হিসেবে প্রচার গিয়ে প্রহৃত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া। গতকাল শুক্রবার বিকালে গ্যানিংগঞ্জ বাজারে ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলামের ছোট ছাইদুল ইসলাম শোয়েব প্রকাশ্যে তাকে প্রহার করেন। এ ঘটনায় এলাকায় রসালো সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, সম্প্রতি ছাত্রলীগ নেতা কামরুলসহ একদল যুবক যাত্রাপাশা গ্রামের কাজল মিয়ার পুত্র আজমলের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ এনে এলাকার মুরুব্বীদের কাছে নালিশ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী কাদের মোল্লার ফাঁসি কর্যকরের রাতে আজমলের বাড়ীতে হানা দিয়ে শতাধিক বোতল অফিসার্স চয়েজসহ এক পতিতাকে আটক করেন। ওইরাতে পুলিশ জামায়াত-শিবিরের সহিংসতার আশংকায় ডিউটিতে ব্যস্ত থাকায় অবগত করার পরও পুলিশ অভিযান চালাতে না পারায় এলাকাবাসী নিজেরাই বাধ্য হয়ে আজমলের বাড়ীতে হানা দেন। পরে মাদকের বোতলগুলো প্রকাশ্যে গুড়িয়ে দেয়া হয় এবং আটককৃত পতিতাকে যুবলীগ সভাপতি রেখাছ মিয়ায় জিম্মায় দেয়া হয়। এ ঘটনায় আজ শনিবার সামাজিক বিচারের তারিখ নির্ধারণ করা হয়। বিচারের পূর্বের দিন গতকাল শুক্রবার যুবলীগ সভাপতি রেখাছ মিয়া অভিযুক্ত আজমলের ছোট ভাই আলমগীরকে ডেকে নিয়ে জানান, মাদক ও পতিতা আমদানির সাথে জনাব আলী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তোফা, ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম ও বানিয়াচং উপজেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন জড়িত এমন জবানবন্দি আজমলের মাধ্যমে সামাজিক বিচারে দিতে পারলে আজমলকে রেহাই দেয়া হবে। রেখাছ মিয়ার এমন প্রস্তাব দেয়ার বিষয়টি আলমগীর ছাত্রলীগ নেতা কামরুলের ছোট ভাই ছাইদুল ইসলাম শোয়েবের কাছে ফাস করে দেয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে বিকাল সাড়ে ৪টার দিকে প্রকাশ্যে বাজারে যুবলীগ নেতা রেখাছ মিয়াকে কিল-ঘুষি মারতে থাকেন। এসময় বাজারের লোকজন এগিয়ে গিয়ে রেখাছ মিয়াকে রক্ষা করেন।
উল্লেখ্য, সপ্তাহখানেক টিআর এর ভাগবাটোয়ারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্বে প্রকাশ্যে বাজারে কলেজ ছাত্রলীগের সভাপতি তোফা উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়াকে লাঞ্ছিত করেছিল। এছাড়া ইতিপূর্বে মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই যুবদলের সাবেক সভাপতি শেখ আমজাল হোসেনও যুবলীগ সভাপতি রেখাছ মিয়াকে মারধোর করে রক্তাক্ত জখম করেছিল। এঘটনায় যুবদল নেতা আমজালের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরও করেছিলেন যুবলীগ নেতা রেখাছ মিয়া। তাছাড়া যুবলীগ নেতা রেখাছ মিয়ার সাথে ছাত্রলীগ নেতা কামরুলের পারিবারিক বিরোধ রয়েছে। এসব কারণে যুবলীগ নেতা রেখাছ মিয়া ছাত্রলীগ নেতা তোফা ও কামরুল এবং যুবদল নেতা আমজালের বড় ভাই মোয়াজ্জেম হোসেনকে মাদক ও পতিতা আমদানির ঘটনায় ফাসিয়ে সামাজিক বিচারের হেয় করার চেষ্টা করতে গিয়ে গতকাল প্রহৃত হয়েছেন বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে যুবলীগ নেতা রেখাছ মিয়ার মতামত জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।