স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদ এর পরিচালনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-লাখাই আসনের বর্তমান সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির গতকাল শুক্রবার বিকাল ৪ টায় কালাউক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় বক্তৃতা করেন। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন আগামী ৫ জানুয়ারী সংসদ নির্বাচনে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। ওই দিন ভোট প্রদান শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি কর্মীকে ভোট কেন্দ্রে অতন্ত্র প্রহরী থেকে পাহাড়ার ব্যবস্থা করতে হবে।
উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, অমরেন্দ্র লাল রায়, র্মোশেদ কামাল চৌধুরী, চেয়ারম্যান লিয়াকত আলী, চেয়ারম্যান মুক্তার হুসেন বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, সাংগঠনিক সম্পাদক মোতাকাব্বির চৌধুরী মলিন, ফজলে এলাহী ফরহাদ, এডভোকেট মাহফুজ মিয়া, মাস্টার এম এ মতিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা কৃষকলীগ আহব্বায়ক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, যুগ্ন- আহব্বায়ক আলমগীর মোল্লা, যুবলীগের সভাপতি এনামূল হক মামুন, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সাধারণ সম্পাদক একরামূল মজিদ চৌধুরী শাকিল, স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক দেলোয়ার হুসেন মান্না, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফারুক মিয়া, মাহফুজ মিয়া, আবুল কালাম, ইকবাল মিয়া, মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম, লাখাই উপজেলা ছাত্রলীগের সভাপতি খোকন চন্দ্র গোপ সৌরভ, সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা প্রমূখ।