সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

দেশ টিভি প্রতিনিধি শ্রীকান্তের উপর হামলা ক্যামেরা, মোবাইল ছিনতাই \ গ্রেফতার ৪ \ প্রেসক্লাব ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ৮৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরতলীর নারায়নপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদিকে সংবাদ সংগ্রহ ও আহত আত্মীয়দের দেখতে হাসপাতালে একপক্ষের লোকজনের হামলায় দেশ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ আহত হয়েছেন। গুরুতর অবস্থায় শ্রীকান্তকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা ম্রীকান্তর নিকট থেকে ভিডিও ক্যামেরা, দামী মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান 01 copyচালিয়ে হাসপাতাল থেকে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-নারায়নপুর গ্রামের মন্তোষ গোপ, নিরঞ্জন গোপ, চিত্র রঞ্জন গোপ, মহিতোষ গোপ। গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের কিছু ভূমি নিয়ে চিত্তরঞ্জন ও জিতেন্দ্র গোপ এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দখল করার চেষ্টা করছে  একই গ্রামের চিত্তরঞ্জন ও জিতেন্দ্র গোপ। গতকাল বুধবার সকালে ভূমি জালিত চক্রের সদস্য আব্দুর রউফ ও চিত্তরঞ্জনের নেতৃত্বে একদল লোক জমি দখল করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজনের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মনলাল গোপ (৪০), মনোরঞ্জন গোপ (৩৫) ও নারায়ন গোপ (৪২) সহ প্রায় ১০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ওই গ্রামের বাসিন্দা দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপ আহত তার আত্মীয়কে দেখতে এবং সংবাদ সংগ্রহে হাসপাতাল যান। হাসপাতাল এলাকায় পৌছা মাত্র ভূমি জালিত চক্রের সদস্য জনৈক আব্দুর রউফ এর নেতৃত্বে একদল দাঙ্গাবাজ তার উপর হামলা চালায়। হামলাকারীদের বেধরক প্রহারে শ্রীকান্ত গোপ আহত হন। উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার মামলা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, সাংবাদিকের উপর 12512619_1737016919863145_4778547368226565159_n copyহামলার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে সাংবাদিক শ্রীকান্তের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবে তাৎক্ষিনক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালানায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার এডঃ মোঃ আমির হোসেন, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি রুহুল হাসান শরিফ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, সময় টিভি জেলা প্রতিনিধি মিলন রশিদ, প্রথম আলো জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, টিভি জার্নালিস্টের সহ-সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, কালেরকন্ঠ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, ৭১ টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, যমুনা টিভি প্রতিনিধি প্রদীপ দাস সাগর, জিটিভি প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এস টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, এশিয়ান টিভি প্রতিনিধি সুরুজ আলী, চ্যানেল নাইন প্রতিনিধি শুকান্ত গোপ, লোকালয় বার্তার বিশেষ প্রতিনিধি সজলু মিয়া, দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, নিরঞ্জন গোস্বামী শুভ, জাহেদ আলী মামুন, এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, ফরহাদ চৌধুরী, কামরুজ্জামান খান, চ্যানেল আই ক্যামেরা পারসন খায়রুজ্জামানসহ হবিগঞ্জের সকল কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তরা সাংবাদিক শ্রীকান্ত গোপের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। এবং একই সাথে হামলার মূল হোতা আব্দুর রউফসহ সকল দুর্বৃত্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com