প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০১৪-১৫ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমির পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, যুগ্ম সম্পাদক ও দপ্তর ও পাঠাগার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন মঈনুল হাসান রতন, দপ্তর ও পাঠাগার পদে রামেন্দ্র কিশোর মিত্র। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মোঃ নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সাই, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, প্রচার ও প্রকাশনা মিজানুর রহমান সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক আব্দুল হক রেনু, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজুল ইসলাম চৌধুরী, এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, সমীরণ চক্রবর্তী শংক। সভাপতি পদে আব্দুর রকিব ও আ স ম আফজল আলী, সমান ভোট পাওয়ায় আগামী ৩০ ডিসেম্বর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সহকারী কমিশিন চুনারুঘাট রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, সাবেক চেয়ারম্যান সৈয়দ অলিউর রহমান, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিজ, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, চুনারুঘাট রিপোর্টাস ক্লাবের সভাপতি নুরুল আমিন, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শানখলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল আসাদী, যুবদল নেতা আব্দুল হাই, নাট্যকর্মী রাজু বিশ্বাস, ইদ্রিছ আলী প্রমুখ। হবিগঞ্জ-লাখাই আসনের সাবেক সংসদ সদস্য আবু লেইছ মোঃ মুমিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় সভায়।