আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে \ মাধবপুরে টমটমের নিচে প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। নিহত মোটরসাইকেল আরোহী হলেন-উপজেলার বড় ধলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জসিম উদ্দিন (১৮)। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-গতকাল মঙ্গলবার সকালে জসিম উদ্দিন মোটরসাইকেলযোগে মুক্তিযোদ্ধা চত্বর যাচ্ছিলেন। তেমুনিয়া নামক স্থানে পৌছুলে একটি টমটম গাড়ির সাথে সজোরে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে জসিম উদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে টমটমের নিচে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।