স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে এমরান মিয়া (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হিরা মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার সকালে সে বিষাক্রান্ত অবস্থায় ঘরের ভেতর ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল বিকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।