নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে উপজেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে গত সোমবার বিকেলে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজা চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিহাব আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহ রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু, সহ-সভাপতি মোঃ রজব আলী, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম বজলু।
প্রধান অতিথি’র বক্তব্যে শেখ সুজাত মিয়া বলেন, বর্তমান আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলীয় নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রেখে দলীয় প্রার্থীর পক্ষে যে ভাবে কাজ করেছেন তা প্রসংশনীয়, ঠিক সেই ভাবে আগামী ইউপি নির্বাচন গুলোতে কাজ করে দলীয় প্রার্থীর পক্ষে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পৌর নির্বাচনে সরকার নীল নকশা না করলে সারা দেশে বিএনপি’র প্রার্থী হবিগঞ্জ জেলার ন্যায় বেশি মেয়র নির্বাচিত হতো।
এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আহমদ ঠাকুর রানা, সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, প্রবাসী সমাজ সেবক বজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মিছবাউদ্দিন আঙ্গুর, মাহি চৌধুরী, ইছমত মিয়া, মোঃ কুহিন চৌধুরী, ছায়েদ আহমদ, জাকির হোসেন, রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা এস.এম নজরুল, শেখ আতিকুর রহমান, শাহজাহান, যুবদল নেতা আমিনুল ইসলাম এলাইছ, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, ছাত্রদল নেতা শাহিন তালুকদার, উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক শেখ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক এম. কে হুমায়ুন প্রমুখ। সংবর্ধিত ব্যক্তি নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, দলের নেতা কর্মীরা সুশৃংখলভাবে দায়ীত্বশীল হয়ে কাজ করায় আমাদের এ বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। আমি বিএনপি ও স্বেচ্ছাসেবকদল সহ সকল নেতাকর্মীদের নিকট কৃতজ্ঞ।