বাহুবল প্রতিনিধি \ বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সভাপতি আলিফ-সোবহান চৌধুরী কলেজের প্রভাষক ছাদিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টার দিকে মিরপুর বাজার সংলগ্ন জয়পুর গ্রামের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই মামুন ও এসআই সজিব এবং ডিবি পুলিশের এসআই করিমের নেতৃত্বে একদল পুলিশ মিরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ মিরপুর বাজার সংলগ্ন জয়পুর গ্রামের রাস্তা থেকে উপজেলা জামায়াতের সাবেক সভাপতি প্রভাষক ছাদিকুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে।