বরুন সিকদার ॥ ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে ভর্তিযুদ্ধের পর এবার অনুষ্ঠিত হয়েছে অনার্স ভর্তি পরীক্ষা। সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলায় গতকাল শুক্রবার সকাল ১১ টায় জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত জেলার প্রধান কেন্দ্র (সরকারী বৃন্দাবন কলেজ) থেকে একযোগে পরীক্ষা শুরু হয়। তবে ভর্তিকার্ডে নির্দিষ্ট ভ্যানু উল্লেখ না থাকায় অনেক পরীক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। যার কারনে নিদিষ্ট সময়ে অনেকই পরীক্ষায় অংশ গ্রহন করতে পারে নি। তবে কি কারণে এ সমস্যার সৃষ্টি বিষয়টি সম্পর্কে মোটেও অবগত নয় পরীক্ষা পরিচালক কমিটি। হবিগঞ্জ জেলার ৪ টি কলেজে নির্ধারিত (অনার্স) মোট ১৪শ টি আসনের জন্যে ৪হাজার ৬৩ জন এইচএসসি পাস শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিতি ছিল ৯০ জন। আইন শৃংখলাবাহীনির নিরাপত্তা বেষ্ঠনির মাধ্যমে ঘন্টাব্যাপী চলা পরীক্ষা দুপুর ১২টায় শেষে হয়। এদিকে সকাল ১০টা থেকেই নির্দিষ্ট ভ্যানুগুলোর সামনে পরীক্ষার্থী ও উৎসুক অভিবাবকদের ভীড় জমাতে থাকে।
পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায, গত বছরের তুলনায় এবছরে পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে দ্বিগুন। এবছরে অনার্সে ভর্তির জন্যে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যারা সর্বনিম্ন ২.৫০ জিপিএ পেয়েছে তারাই অনার্সে ভর্তি আবেদনের সুযোগ পেয়েছে। ৪হাজার ১শ ৩১ পরীক্ষার্থী আবেদন করলেও মোট উপস্থিতি ছিল ৪ হাজার ৬৩ জন। এর মধ্যে মানবিক শাখায় ২ হাজার ৫শ ৯৮ জন পরীক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিল ২হাজার ৪১ জন। অনুপস্থিত ছিল ৫৭ জন। বিজ্ঞান শাখায় ৪শ ৯জন এর মধ্যে উপস্থিত ছিল ৩শ ৯৫ জন। অনুপস্থিত ছিল ১৪ জন। ব্যবসা শাখায় মোট ১১শ ২৭জন পরীক্ষার্থীদের মধ্যে ১হাজার ১শ ৮জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১৯ জন। পরীক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়াতে নির্ধারিত ভ্যানু বৃন্দাবন কলেজ ছাড়াও সাব ভ্যানু হিসেবে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলো পরিদর্শন করেন বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য, উপাধ্যক্ষ সফিউল আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ্যাসিসটেন্ট কন্ট্রোলার তারেক মাহমুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, তানভির হাসান, এএইচএম আরিফুল ইসলাম, আলমগীর হোসেন ও পরীক্ষা পরিচালক কমিটির আহবায়ক প্রফেসর নজীর আহমেদ। সূত্রে আরোও জানা যায়, বৃন্দাবন কলেজের অনার্সের নির্ধারিত ১হাজার ৬০ টি আসনের জন্যে লড়াই করে প্রায় ৩হাজার শিক্ষার্থী। শচীন্দ্র কলেজের সামাজিক বিজ্ঞান শাখায় ৫০ টি আসনের বিপরীতে ৪৩জন পরীক্ষার্থী অংশ নেয়। বাছাই প্রক্রিয়ার জন্যে লিখিত পরীক্ষার পেপার কেন্দ্র থেকে বোর্ডে পাঠানো হবে। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালযের অনলাইনে প্রকাশ পাবে। পরীক্ষার্থী নুসরাত আরা জানায়, এডমিট কার্ডে নির্দিষ্ট ভ্যানু উল্লেখ না থাকায় রোল নং অনুযায়ি বিকেজিসি স্কুলে আসন পড়লেও ভুল করে বৃন্দাবন কলেজে প্রবেশ করে আসন খুজতে গিয়ে দেরীতে পরীক্ষায় অংশ নিতে হয়েছে।