স্টাফ রিপোর্টার ॥ এক যুগ পর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মাধবপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন করায় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য, উৎসাহ ও উদ্দীপনা। নেতাকর্মীরা আনন্দিত হয়ে মাধবপুর ও বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাঈম হাসান, বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক উপ সম্পাদক শাহিন আহমেদ সিরাজী, সহ-সম্পাদক মোঃ শাহ আলম ও নজরুল ইসলামের সুপারিশের ভিত্তিত্বে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল মাধবপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন। গতকাল সন্ধ্যায় মাধবপুর উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ, বাঘাসুরা ইউনিয়ন, বহরা, ছাতিয়াইন, বুল্লা, নোয়াপাড়া, জগদীশপুর, শাহজাহানপুর, আন্দিউড়া, আদাঐর, ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগ পৃথক পৃথক আনন্দ মিছিল ও পথসভা করে।
পথ সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, উপ-দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শান্ত, সহ-সভাপতি সোলায়মান খাঁন, রেজাউল আমিন সুমন, মিজানুর রহমান, শেখ রেজাউল হক, মোঃ আল আমিন, আনু মিয়া সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাগর আহমেদ, শাহাদত হোসেন দুলাল, নজরুল ইসলাম তুহিন। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন, মওদুদ আহমেদ রুবেল, পৌর ছাত্রলীগ সভাপতি হৃদয় পাঠান উজ্জল, সহ-সভাপতি সুমন চন্দ্র ঋষি, সাধারণ সম্পাদক শাহ আল মামুন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ জয়নাল, এম এম শাওন, শাহ মোঃ স্বপন, মোক্তার হোসেন, একে এম শাহিন, হাবিবুর রহমান হুমায়ুন, মুখলেছুর রহমান, হাবিবুর রহমান, কায়েস আহমেদ, রিফাত তালুকদার, হাবিব আহমেদ, ফরহাদ আলম প্রমূখ। এসময় বক্তারা ছাত্রলীগের কমিটি অনুমোদন করায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, মাধবপুর উপজেলা আওয়ামীলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞা ও অভিনন্দন জানিয়ে সকলের সহযোগীতা কামনা করেন।