সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জে ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতির সদস্যদের মাঝে লভ্যাংশ প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে নবীগঞ্জের ঐতিহ্যবাহী ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতির লভ্যাংশ অনুষ্ঠান গতকাল সোমবার বিকালে ফুটারমাটি গ্রামের মরহুম আতাউর রহমান চৌধুরীর বাস ভবন সংলগ্ন মাঠে সমিতির ৭৯জন সদস্যের প্রত্যেকে ৪ হাজার টাকা করে লভ্যাংশের নগদ ৩ লক্ষ ১৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। সমিতির উপদেষ্ঠা ও যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনুর সঞ্চালনায় এতে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মাহমুদুল হক। গীতাপাঠ করেন সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ আখিল চন্দ্র সূত্রধর। এতে স্বাগত বক্তব্য রাখেন এ- ওয়ান সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ মানবাধিকার ব্যুারো সিলেট বিভাগীয় প্রধান খলকু আহমদ চৌধুরী। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, আমি নবীগঞ্জ-বাহুবলকে উন্নত করতে সদা সর্বদা কাজ করে যাচ্ছি। কোন দিন দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষ পাথিত্বের পক্ষে নই। তিনি বলেন, অচিরেই সমরগাঁও ব্রীজ থেকে ফুটারমাটি গ্রামের পাশ দিয়ে কদমতলী পর্যন্ত রাস্তা পাকাকরন করা হবে। গতকাল ঐতিহ্যবাহী ফুটারমাটি এ-ওয়ান সমবায় সমিতির লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে এমপি বাবু উপরোক্ত কথাগুলো বলেন।
বক্তাগণ বলেন, ফুটারমাটি এ-ওয়ান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এনটিভির নর্থ-নর্থ ওয়েষ্ট ব্যুারো প্রধান ফারছু আহমদ ২০০৭ সালে প্রতিষ্ঠা করে যার সুফল আজ লভ্যাংশ অনুষ্ঠান প্রদান করে একটি দৃষ্টান্ত স্থাপন করলো। এতেই বুঝা যাচ্ছে ওই সমিতির আগামী দিনে আরো বেগবান কাজ করে ওই এলাকা তথা বাংলাদেশের অন্যান্য সফল সমিতির মধ্যে একটি মডেল সমিতি হিসাবে রূপ নিবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পাটির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ ছুটন, নবীগঞ্জ উপজেলা রিসোর্স অফিসার মিছবাহ উদ্দিন আহমেদ, সমিতির প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী ও হবিগঞ্জ ইউনিটির সাধারন সম্পাদক মির্জা তছনু বেগ, বিবিয়ানা সাহিত্য পরিষদের সভাপতি এম শহিদুজ্জামান চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রঞ্জু দেব প্রমূখ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এম ছাদিকুল ইসলাম জিহাদী, শাহ সুলতান আহমদ, মুহিবুর রহমান, বুলবুল আহমদ, হাবিবুর রহমান চৌধুরী শামীম, তিউর রহমান মুন্না, সুহেল আহমদ, সুহেল আহমদ, ওয়াহিদ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com