প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকা অভিমুখে মার্চ ফর ডেমোক্রেসি সফলের লক্ষে নবীগঞ্জ উপজেলার খেলাফত মজলিসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নবীগঞ্জ খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি খালেদ সাইফুল্লাহ খান। সাধারন সম্পাদক ফয়ছল তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক এহতেশামূল হক (শামীম), উপজেলা খেলাফত মজলিশের সহ সভাপতি মাওলানা আলতাপুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুছালেহ জাকারিয়া, প্রশিক্ষণ সম্পাদক মুশাহিদ আলী, প্রচার সম্পাদক আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নেতা ফজলুর রহমান, রহুল আমীন, মুজাহিদুল ইসলাম, নাঈম উদ্দিন, মহিউদ্দিন ফয়ছল, তাজুল ইসলাম, সফি আহমদ, হিফজুর রহমান, হাফেজ আলাউর রহমান, খেলাফত ছাত্র মজলিসের পৌর শাখার সভাপতি সাইদ আহমদ প্রমুখ। এতে বক্তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের গণদাবী আদায়ের লক্ষে ৫ ই জানুয়ারী প্রহসনের নির্বাচন বন্ধ এবং ইসলাম, ঈমান, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সকল পেশাজীবি জনতাকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচীতে জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকায় শরিক হওয়ার আহবান জানানো হয়।