সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

চুনারুঘাটে ইকনোমিক জোন নিয়ে উত্তেজনা \ চা-বাগান অবরোধ কর্মসূচি ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৪৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে “অর্থনৈতিক অঞ্চল” স্থাপনের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবীতে চুনারুঘাটবাসী এবং বিরোধীতাকারী চান্দপুর চা বাগানের চা শ্রমিকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইকনোমিক জোন বাস্তবায়ন কমিটি আগামী ২৪ জানুয়ারী থেকে চান্দপুর ও বেগমখান চা বাগানের শ্রমিকদের বাগানের বাইরে বস্তিতে কাজে আসা বন্ধের জন্য বাগানগামী রাস্তার সকল পয়েন্টে অবস্থান নিবে।
অপরদিকে বাগানের চা শ্রমিকরা ২১ জানুয়ারী ধর্মঘট এবং ২৫ জানুয়ারী মহাসড়ক অবরোধের ঘোষনা দিয়েছে। চুনারুঘাটবাসী শনিবার এক বিশাল জনসমাবেশে চা শ্রমিকদের এক সপ্তাহ সময় দিয়েছে ইকনোমিক জোন বাস্তবায়ন কমিটি। এক সপ্তাহের মধ্যে তাদের আন্দোলন বন্ধ না করলে রবিবার থেকে বাগানের শ্রমিকদের বস্তিতে কাজে আসার বন্ধ করতে কর্মসূচি দিয়েছে। এদিকে শনিবার সমাবেশ শেষে হাজার হাজার লোকজন জোন এলাকায় মিছিল নিয়ে গেলে বেগমখান ও চান্দপুর চা বাগানের দুই শতাধিক চা শ্রমিক তীর ধনু, রামদা,তলোয়ার নিয়ে বাগানের বাইরের লোকজনের উপর হামলার চেষ্ঠা চালায়। এসময় হাজার হাজার বিক্ষুব্ধ লোকজন চা শ্রমিকদের উপর হামলা চালাতে গেলে পুলিশ ও স্থানীয় মুরব্বীরা তাদের ফিরিয়ে আনলে পরিস্থিতি শান্ত হয়। চা শ্রমিকদের এমন আচরণে বাগানের বাইরের লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আগামী শনিবার পুনরায় আমতলী এলাকায় সমাবেশ থেকে ঘোষনা করা হবে বাগান অবরোধ কর্মসূচী। এনিয়ে চা শ্রমিক ও বাগানের বাইরের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
খোজঁ নিয়ে জানা গেছে, ২০১৪ সালে চুনারুঘাটের চান্দপুর চা বাগানে সরকারি ৫১১ একর খাস জমিতে হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হয়। এসময় এ জমি দখলে থাকা চান্দপুর ও বেগমখান চা বাগানে প্রায় দই শ চা শ্রমিক বাঁধা হয়ে দাড়ায়। ডানকান ব্রাদার্সের কাছে অকৃষি জমি হিসেবে লীজভুক্ত (পরবর্তীতে লীজ বাতিল করা হয়) থাকা এ জমি তাদের কৃষি জমি দাবী করে তারা আন্দোলনের হুমকি দেয়। এ নিয়ে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি’ শ্রমিকদের সাথে আলোচনা করে জোন বান্তবায়নের কাজ শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com