স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের পশ্চিম ভাদৈ থেকে আটক জামায়াতে ইসলামীর ১৪ শীর্ষ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সদর থানা পুলিশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে কোর্টে নিয়ে যায়। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ ব্যাপারে সদর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় মামলা দায়ের করেছেন। গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুর রহমান (৬৫), জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমান (৫০), সেক্রেটারী মোশাহিদ আলী (৪০), হবিগঞ্জ সদর থানা জামায়াতের আমীর ইমান আলী (৪৫), পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আলী (৩৫), হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম (৩০), বানিয়াচং থানার ভারপ্রাপ্ত আমীর মাওঃ আব্দুর রেজ্জাক খান (৭০), সেক্রেটারী মুজিবুর রহমান (৪৫), নবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী মুকিত পাঠান (৪০), উপজেলার বাউশা ইউনিয়নের সভাপতি আহম্মদ আলী (২৫), বাহুবল উপজেলা সেক্রেটারী আব্দুল আহাদ (৪৫), আজমীরীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন চৌধুরী (২৭), সেক্রেটারী আব্দুল খালেক চৌধুরী (৪৫) ও লাখাই থানার সভাপতি নুরুদ্দিন (৪০) কে আটক করে। তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, ৭০টি জিহাদী বই, ৫শ লিফলেট ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।