মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের দু’ছাত্র ও হবিগঞ্জ বাস মালিক সমিতির কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় শনিবার সকালে ছাত্র ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ছাত্র শিক্ষক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে বসে বিষয়টি সর্ম্মানজনক নিষ্পত্তি করা হয়। সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে মাধবপুর বাসষ্টেশন থেকে দু’ছাত্র হবিগঞ্জ-মাধবপুর লোকাল বাসে বসাকে কেন্দ্র করে হবিগঞ্জ বাস মালিক সমিটির কর্মচারীদের সাথে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে বিষয়টি নিষ্পত্তি করে দেয়া হলেও ছাত্ররা সন্তোষ্ট হতে পারিনি। এর জের ধরে গতকাল শনিবার সকালে ছাত্ররা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে জনৈক ড্রাইভারকে মারধোর করে গাড়ীর কয়েকটি গ্লাস ভাংচুর করে। এ খবর মাধবপুর বাসষ্টেশনে পৌছলে শ্রমিকরা উত্তেজিত হয়ে তারাও মহাসড়ক অবরোধ করে করে রাখে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ছাত্র-শিক্ষক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে কলেজের শিক্ষক, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, থানা পুলিশের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি বসে ছাত্র ও শ্রমিকদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির সম্মার্নজনক নিষ্পত্তি করে দেয়া হয়। বৈঠকে কলেজের অধ্যক্ষ মোঃ জাহিরউদ্দিন, সহকারী অধ্যাপক পংকজ কুমার রায়, প্রভাষক নজরুল ইসলাম, এনায়েতুর রহমান, মুশফিক্ হোসাইন সেলিম, হুমায়ুন কবির, মনছুরুল হক, ওসি তদন্ত কেএম আজমিরুজ্জামান, এস.আই দয়াল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মোঃ অলিদ মিয়া, সাংবাদিক রাজিব দেব রায় রাজু, মালিক সমিতির সদস্য মনোজ কুমার পাল, রফিকুল ইসলাম শামীম, সফিকুল ইসলাম, আল-আমিন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।