প্রেস বিজ্ঞপ্তি \ বাহুবল উপজলোর ২নং পুটিজুরী ইউনিয়নের রাজসুরত গ্রামের বাছিত মিয়াকে মামলায় জড়ানোর প্রতিবাদে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজসুরত গ্রামের সরকারী প্রাথামিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজসুরত গ্রামের বিশিষ্ট মুরুব্বি ইয়াকুব উলাহ মালদার। মৌলদ হোসেনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, ইউপি মেম্বার কামাল মিয়া, বিশিষ্ট মুরুব্বি মহিবুলাহ, তকছির তালুকদার, মৌদল মিয়া, ছালিক মিয়া, দুলাল তালুকদার। এতে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
উলেখ্য, ২নং পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মদ্দত আলীর একটি গাড়ী বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েল সামনে ভাংচুর করা হয়। ওই গাড়ী ভাংচুরের মামলায় রাজসুরত গ্রামের বাছিত মিয়াকে জড়ানোর হয়।
সভায় বাছিত মিয়াকে আসামী করার বিষয়ে জানতে মামলার বাদী মুদ্দত আলীর সাথে যোগাযোগ করার জন্য ৫জনকে দায়িত্ব দেয়া হয়।