প্রেস বিজ্ঞপ্তি \ গতকাল হবিগঞ্জ জেলা যুবসংহতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত মোতাবেক নবীগঞ্জ উপজেলা যুবসংহতি পুরাতন কমিটি বিলুপ্ত করে সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন পাঠান ফুল মিয়াকে আহব্বায়ক, নাজমূল হুসেন খাঁন, মুজাহিদ আহমদ সাহিন মোঃ আক্কাছ মিয়া, আহমদ রেজা, অলিদুর রহমান অলিদকে যুগ্ম আহব্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিঠি গঠন করা হয়। সদস্যরা হলেন যথাক্রমে, মোঃ সরোয়ার শিকদার, শাহ্জানুর রহমান স্বপন, মোঃ আব্দুল হাই, ডাঃ খালেদ আহমদ চৌধুরী, মোঃ নাসির চৌধুরী, মোঃ বদরুল ইসলাম, মোঃ শাহ্ আকবর, শাহ্ জাহাঙ্গীর কামাল, ডাঃ ইকবাল চৌধুরী, হাফিজ মিনহাজ, সালেহ আহমদ, কাজী জাহান, মিলাদ হোসেন সুমন, আব্দুর রউফ, সাইফুল, কামরুজ্জামান, মতিন মুন্না, মোঃ সায়েদ, বাহারুজ্জামান বাহার, ফরহাদ ফুল, আবুল কাশেম, সাজ্জাদুর, জাকির হোসেন, নোমান রসিদ, ইকবাল খাঁন, নোমান মিয়া, দুরুদ মিয়া, ডাঃ রবিউল, শেখ সুহেল, নুর মিয়া, হাফিজুর রহমান, শেখ জামাল, ভুলা দাশ, নিমাই দাশ, বাবলু সুত্রধর, মাহমুদ হোসেন, মিলাদ হোসেন, সাহিন মিয়া, বিদ্যাভুষন সরকার, মোঃ কাহার, মোঃ সাবির, মোঃ জাবেদ, মোঃ জুয়েল, রিপন আহমদ।