বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ইউ.পি মেম্বার মো: লোকমান মিয়া ১৬ জানুয়ারী শনিবার ভোর ৪ টায় দক্ষিণ যাত্রাপাশা মোকামবাড়ি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর। তিনি ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি’র সাবেক মেম্বার মো: লোকমান মিয়ার মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন গভীর শোক প্রকাশ করেছেন। বেলা ২ টায় বনমথুরা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের অনুষ্ঠিত জানাযা শেষে সংলগ্ন কবরস্থানে দাফন কার্যক্রমে অংশগ্রহনের পর শোক সন্তপ্ত পরিবার পরিজনের সাথে স্বাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেছেন।