মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রায়হান সিদ্দিকী আর নেই। গতকাল শনিবার দুপুর ১টা ২০ মিনিটে কর্মস্থল মাধবপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা আতিকুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আকিব উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রায়হান সিদ্দিকী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার তেতইতলা গ্রামের মৃত রুপচাঁন মিয়ার ছেলে।