প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১৬ সালের কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক, দৈনিক জালালাবাদ নবীগঞ্জ প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী সভাপতি এবং চ্যানেল এস ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি রাকিল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এমএ আহমদ আজাদ (দৈনিক সমকাল), উত্তম কুমার পাল হিমেল (সংবাদ প্রতিদিন), যুগ্ম সম্পাদক সলিল বরন দাশ (আমাদের সময়), অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান (দৈনিক লোকালয় বার্তা), অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না (৭১ নিউজ টিভি ও দি বাংলাদেশ টুডে), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম তালুকদার (দৈনিক হবিগঞ্জ সময়), ক্রীড়া সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম (দি ইন্ডিপেন্ডেন্ট) ও নির্বাহী সদস্য এটিএম সালাম (দৈনিক আমার দেশ), মোঃ সরওয়ার শিকদার (দৈনিক যুগান্তর), ফখরুল আহসান চৌধুরী (দৈনিক ইনকিলাব), আশাহীদ আলী আশা (স্বদেশ বার্তা), মোঃ সেলিম তালুকদার (দৈনিক প্রভাকর), শাহ মনসুর আলী নোমান (দৈনিক খবর পত্র), আকিকুর রহমান সেলিম (হবিগঞ্জ সমাচার), কালিপদ ভট্রাচার্য্য (আজকের প্রত্যাশা)।
একই সাথে ২০১৭ সালের যথাক্রমে এম এ আহমদ আজাদ সভাপতি ও সলিল বরন দাশকে ও সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার ফখরুল আহসান চৌধুরী আনুষ্টানিকভাবে নাম ঘোষনা করেন। এর পূর্বে নবীগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসেব পেশ করেন সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার।