এক্সপ্রেস ডেস্ক \ আফগানিস্তানকে পরাজিত করে ২০১৫ সালটি জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর পুরো বছর স্বপ্নের মতো কেটে যায়। টাইগারদের একের পর এক সাফল্যে সমৃদ্ধ হয় বাংলাদেশের ক্রিকেট। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০১৬ সালটিও জয় দিয়ে শুরু করল মাশরাফি বাহিনী। এবারের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সফরকারীদের ৪ উইকেটে পরাজিত করেছে হাথুরুসিংহের শিষ্যরা। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তবে ৭৯ রানের দুর্দান্ত ইনিংসের জন্য জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ম্যাচসেরা হয়েছেন। ১৭ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকাল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করার পর চতুর্থ ওভারে রানআউট হয়ে সাজঘরে ফিরেন সৌম্য। আউট হওয়ার আগে তিনি করেন ৭ রান। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ও সাব্বির রহমান। কিন্তু সপ্তম ওভারে গ্রায়েম ক্রেমারকে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে সিবান্দার হাতে ধরা পড়েন তামিম। সৌম্য বিদায় নিলেও সাব্বির রহমানের সঙ্গে জুটি বেঁধে দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন তামিম। কিন্তু জিম্বাবুইয়ান স্পিনার গ্রায়েম ক্রেমারের একটি বল উড়িয়ে মারতে গিয়ে লংঅফ থেকে দৌড়ে আসা সিবান্দার হাতে ধরা পড়েন তামিম। ২৪ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন এই বাঁহাতি। সাব্বিরের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৭ রান।
টি-টোয়েন্টি অভিষিক্ত শুভাগত হোম মোটেই ভালো করতে পারেননি। ৬ রান করেই শন উইলিয়ামসের বলে বোল্ড হন এই ডানহাতি। শুভাগত ফিরলেও চতুর্থ উইকেটে সাব্বির রহমান ও মুশফিকুর রহিম মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। চোখ জুড়ানো কয়েকটি চার মারেন দুজন। ইনিংসের ১৫তম ওভারে ক্রেমারের বলে কাউ কর্নারের ওপর দিয়ে বিশাল এক ছক্কাও মারেন সাব্বির। কিন্তু পরের বল আবারও ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে ওয়ালারের হাতে ধরে পড়েন। ৩৬ বলে ৪টি চার ও এক ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলেন সাব্বির। মুশফিকের সঙ্গে তার জুটিতে আসে ৪৪ রান।
সাব্বিরের বিদায়ের পরের ওভারে অবশ্য মুশফিকও সাজঘরে ফেরেন। স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার বলে ডিপ মিড উইকেটে সিকান্দার ক্যাচে পরিণত হন মুশফিক। ১৯ বলে ৩টি চারের সাহায্যে মুশফিক করেন ২৬ রান। কিন্তু পর পর দুই ওভারে উইকেটে থিতু হওয়া দুই ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে জয়ের জন্য বাকি কাজটুকু করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষেক ম্যাচে নামা নুরুল হাসান সোহান। সাকিব ১৩ বলে ২০ ও সোহান ৫ বলে সাত রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। বলহাতে জিম্বাবুয়ের হয়ে ক্রেমার দুটি, মাসাকাদজা, জংউই, উইলয়ামস নেন একটি করে উইকেট।
এরআগে টস জিতে ব্যাটিং করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার ৭৯ ও ভুসি সিবান্দার ৪৬ রানে ভর করে স্কোরবোর্ডে ১৬৩ রান জমা করেছিল সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন সাকিব আল হাসান। আর অন্য দুটি রানআউট।